বেশি কিছু চাইনা আমি,
বেশি আদর বেশি ভালোবাসা
এসব কিছুর করিনা আশা,
অন্তত কেউ একজন আমার খিটখিটে
এই কালো হাতে,
লাল জ্যান্ত গোলাপ দিয়ে বলুক"ভালোবাসি"।
আমি বলছি না, তিন বেলা জিজ্ঞাসা করুক
কেমন আছি, কি করছি,
অন্তত বেলা শেষে
একটিবার নিক খোঁজ ,
সত্যি বলছি, বেশি কিছু চাইনা আমি।
আমি চাই, রাত দুপুরে কলম ধরে
আঙ্গুলের ব্যথার কথা ভেবে ,
কিংবা অযথা রাতের বেলা আকাশ দেখা
এসবে কেউ বাধা দিক,নিয়ে যাক ঘরে।।
কেউ জোর করে শুতে বলুক,
চাই না,ঘুম পাড়াক আদর করে,
তার কোমল শরীর করুক
সারাদিন এলো মেলো চিন্তায় ক্লান্ত মাথার বালিশ,
এসব কিছুই চাইনা।
অন্তত মশার কথা ভেবে
চাদরটা গায়ের উপর চাপাবে।।
বেশি কিছু চাই না আমি ,
আমি চাই-
কেউ একজন ছুটে আসুক দূর হতে,
হাতের সিগারেট কারুক,
আর জোর গলায় বলুক-
"দ্বিতীয়বার যেনো না দেখি খেতে।"
যদি এটা বেশি চাওয়া হয়,
অন্তত জিজ্ঞেস করুক ধূমপানের কারণ ,
জানুক আমার বুকের কষ্ট, পড়ুক মনের পাতা ।।