অামার ভাবনার সারাটা জুড়ে শুধু তোমারই বিচরণ। তোমারই অাসা-যাওয়া বুকের উদ্বেলিত গহীনে। তুমি হেঁটে বেড়াও ভাবনার পথে পথে বুকে নিগূঢ় দাগ এঁকে!
অন্তঃসলিলে অামার যতোটুকু ক্ষরণ যতোটুকু পূর্ণতা, সব শুধু তোমাকে ঘিরে।
তোমাকে ঘিরেই সাজানো পৃথিবী অপরূপ শোভায়।
অামার একান্ত মুহূর্ত গুলো চিৎকার দিয়ে  উঠে তুমি ভাবনাহীন হলে, পোড়ে যাবার প্রতিশ্রুতি করে ব্যক্তিগত হৃদয়, অামি ভালো থাকতে পারিনা তোমার ভাবনাহীনতায়!
তোমার ভদ্রতা মিষ্টতা কখনো অামার প্রেমে পরার মতো হয়নি, অামার প্রেম ছিলো তোমার সন্দেহ,অপেক্ষা অার কান্নার বেপরোয়া সময়ের সাথে!
ভাবনার কাঁধে যখন সন্দেহগুলো পাখি হয়ে বসে, অামি সেগুলো কাঁধে চেপে তোমার কল্পনাতেই ভেসে বেড়াতাম। অামার ভাবনা কোন পরাজিত সৈনিকের গ্লানি বুকে নিয়ে ঘরে ফিরতে চায়না। অামি কখনো ভাবনাহীন থাকতে চাইনা!
যদি কোনোদিন সমস্ত ভাবনা জড়ো হয়ে অামাকে ছুড়ে ফেলে নিয়তির নির্মমতায়,
মনে রেখো, সে ভাবনাগুলো কোন দিন অামাকে নিয়ে ছিলোনা!

সংক্ষেপিত...।