মুছে ফেলার মতো করে অভিমান, যদি ভেঙে দেয় পেন্সিলে লেখা পাহাড়; মরে যাবে কেউ? তুমি! অামি?
তবে জেনো-
অামি মুছবোনা কভু!
খসে পড়বনা তোমার পাথুরে পাহাড় থেকে।
অামি তো অাকাশ হাতে দাঁড়িয়ে অাছি!
অামি অাছি কাছাকাছি, তুমি অাছো তো?
তপ্তনীল অাকাশে খণ্ড খণ্ড জমে ওঠা মেঘ; ধুয়ে দিতে অাকাশ-অামার হাত, যে হাত কখনো অাকাশ অাঁকতে পারেনি। তুমি ঝরোনি বৃষ্টি হয়ে,
অামি পাথর অাঁকতে পারতাম, পাথর অাঁকতে পারি, নিগূঢ় কালি দিয়ে অামি পাহাড় অাঁকতে পারি।
পাথর অার পাহারে কোন ঘৃণা নেই,
অামরাই কেবল ঘৃণা করে যাই!
ঘৃণা শিখতে অামি কখনো হারাবার ভয় করিনা। তারপর প্রেম ; পাখি হলে অামরা অামাদের মতো হই।
অামাদের নিজস্ব তন্ত্র হবে