মাত্রাময় অাবহের সমুচ্ছেদ নাচিয়ে যে শব্দের সুর চলে যায় পথ হতে পথে সেটাও তো একটা গান। তোমার ভাগ্যে অামার গল্পগুলোর খেলা; তারপর তোমার হাতের তালুয় গানের পুতুল, এ নাচার শেষ নেই! কাট কাট শব্দে যে মুহূর্ত শুনিয়ে যায় সৃষ্টিকৌশল সুর, সে তো নেশার গানে মাতুম!
ঝড়ে পড়ার গাছ ভেঙে যাওয়ার যে শব্দ সেটাও একটা সুর! ভিন্ন ভাঙায় ভিন্ন ভিন্ন সুর, যে যেরকম ভাঙতে পারে গড়তে পারে। কিছু আছে কোন সময়ই ভাঙে না!
যেগুলোর কোন তাড়া থাকেনা, সময়ের ভাবনা থাকেনা, প্রাণচঞ্চল প্রাণসুন্দর; যাদের কোন ভয় থাকেনা হারাবার!
অামার তো হারাবার ভয় অাছে, মনে হলে বন্ধ হয়ে যায় বাতাসের শ্লোগান, বিবর্ণ প্রকৃতি ভুলে যায় ইতিহাস, ব্যাকরণ!
তবুও সময়ের গান কভু থামেনা, নদী,নারী, প্রকৃতির মতো!