অন্ধকারে ছাঁয়া হারালেও
কষ্টগুলো ঠিকই বেঁচে থাকে,
সে কোদাল চালায় বুকে আড়ষ্ট হাতে
তিব্রো অভিমানে।
আমি পাথরের পথ ধরে হাঁটি
লোহার শিঁকল পায়ে,
মৃত্যুর মতো উন্মুক্ত ধোঁয়ায় নিজের
রক্তের রঙ দেখি,
তবুও হাঁটি,
অভিমানীর মান ভাঙনের লাগি,
জানি এ হাঁটা শেষ হবার নয়,
মগজ গলে গলে যখন
পায়ের বৃদ্ধাঙ্গুল বেয়ে ঝরে যাবে,
সেদিন হয়তো শিউলী গাছে ফুল ফুটবে।