পালা বদল হতে হতে তারপর অামার পালা,
ছেড়ে দিয়েছি হাত, ফিরিয়ে দিয়েছি চোখের ভাষা!এখন কোন অপেক্ষা নয়; বিসর্জনের হলো সময়। অামায় ছেড়ে এখন তোমার চলে যাবার পালা। ভিন্ন ভাবায় অামি ভিন্ন হয়ে যাবো, নির্ভুল কলমের গাঢ় চুম্বনে সুনিপুণ স্বপ্ন অাঁকতে পাড়ি অামার একাকীত্বের সীমানায়। তোমাকে চলে যেতে দিয়ে অামি নন্দিত হবো। একা করে সাজাবো শব্দের বাসর। তুমি কোনদিনও দেখবে না অামার পালা! অধিকার হারিয়ে সেদিন ফেলে যাবো অনেক দূর; যেখানে চাইলেও পরশ পাবেনা মিলবেনা প্রাণে প্রাণে।
যখন অামি ক্ষয়ে যাবো কবিতার প্রাণে- শিউলি মাটির তলে। নিরবে বদল করে যাবো বুকে বুক ভেজানো স্বপ্ন, ফুলের ঘ্রাণে ঘ্রাণে! অামার পালা অামি চলে যাবো বহুদূর, তুমি খোঁজনা অার রাত বিরাতে কোন দুঃস্বপ্নে! আমি স্বপ্নের পথ ধরে হাঁটি ; দুঃস্বপ্নে পাওয়া দায়!