নিজের সাথে অভিনয় করে করে তারপর আশ্রিত হয়েছি তোমার নিয়তিতে। আমাকে এবার গ্রহন করো দিন রাত্তির গল্পে,
যা গেছে সে যাবে বলে কবেই চলে গিয়েছিলো, সে কখনো বুঝতে পারেনি সেচ্ছাচারী প্রেমিকের জীবন পাঠ।
একটি মরা বৃক্ষে এমন করে তাকাও যদি তবে কেনো তা অসত্যের দেয়ালে বন্দি থাকবে তোমার যাপিত সময়।
আমি তো চরিত্রের আবরণে কভু নিকোটিন মিশাইনি! তুমি কেনো শিখিয়ে দিলে এই অবগুণ্ঠিত হৃদয়ে বিষ বরণের পালা?
হায়রে ভালোবাসা!
হৃদয়ে দিঘির জলে ঘনঘোর জলধারা,
কানপেতে শুনলেনা তুমি বর্ষার গান।
দেখো, কেমন কেমন করতে করতে আজ আমি প্রাপ্তির আজন্ম স্বপনে নিজেকে বেহিসাবি করে দিচ্ছি।
পুড়ে পুড়ে আজ নিষ্প্রাণ আমি।
তৃষ্ণায় উবু হয়ে তুমি দিয়েছো ডুব, মুখ নামিয়েছো অন্যজলে।
আর আমি?
একা, একা, স্মৃতির বুদবুদগুলি
আদরে যতন কর
নিজের সাথে অভিনয় করে করে তারপর আশ্রিত হয়েছি তোমার নিয়তিতে। আমাকে এবার গ্রহন করো দিন রাত্তির গল্পে,
যা গেছে সে যাবে বলে কবেই চলে গিয়েছিলো, সে কখনো বুঝতে পারেনি সেচ্ছাচারী প্রেমিকের জীবন পাঠ।
একটি মরা বৃক্ষে এমন করে তাকাও যদি তবে কেনো তা অসত্যের দেয়ালে বন্দি থাকবে তোমার যাপিত সময়।
আমি তো চরিত্রের আবরণে কভু নিকোটিন মিশাইনি! তুমি কেনো শিখিয়ে দিলে এই অবগুণ্ঠিত হৃদয়ে বিষ বরণের পালা?
হায়রে ভালোবাসা!
হৃদয়ে দিঘির জলে ঘনঘোর জলধারা,
কানপেতে শুনলেনা তুমি বর্ষার গান।
দেখো, কেমন কেমন করতে করতে আজ আমি প্রাপ্তির আজন্ম স্বপনে নিজেকে বেহিসাবি করে দিচ্ছি।
পুড়ে পুড়ে আজ নিষ্প্রাণ আমি।
তৃষ্ণায় উবু হয়ে তুমি দিয়েছো ডুব,
মুখ নামিয়েছো অন্যজলে।
আর আমি?
একা, একা, স্মৃতির বুদবুদগুলি
আদরে যতন করে
আকণ্ঠ করছি পান।