এখানে কবিতাটি তোমার বর্ণালী দেহের ভাঁজে অদৃশ্য যে রহস্য, অমূ্ল্য তোমার চাহনিতে ঝলসে উঠে উৎসর্গিত সমস্ত সঞ্চয়। নাগের ডগায় বয়ে যাওয়া শব্দের নদী ছুঁয়ে যায় সুবর্ণা তোমার ইচ্ছার ঢেউ, অামি কেবল ডুব দিয়ে যাই ত্রিবর্ণক প্রেম খোঁজনের লাগি। সমস্ত দ্বিধা শেপালী পুলকে ঝরে পড়ে রাতের শিউলী তলায়, মরণ বরণে তুলে সোনালী এক উজ্জ্বল উপহার,তোমার ধরণীর অন্ধভাঁজে ছড়িয়ে যাবে প্রেমের উন্মাদনা।
তুমি ভাঙবে! তারপর অামি তোমাকে গড়বো। যেনো অামাকে দেখেই তুমি কাটাতে পারো কবিতার এক রাত
অার অামি উল্টাতে পারি ভাঁজের পর ভাঁজ!