কবিতা
ঠোঁটের রহস্য তো এখনো বলোনি!
বলোনি তো ওর অভিমান থাকতে পারে;গতি হারাতে পারে চূরান্ত মুহূর্তে!
বলোনি তো কভু মেঘলা রাতে চাঁদ দেখার গল্প, দেখাওনি তো অনন্ত সুখে নির্মম হবার রাতের দৃশ্য! ঠোঁটে তবুও গল্প থাকে?

গল্প তুমি নেমে এসো কবিতার বুকে

একটা শব্দ দাও অামার কোলে চাঁদের মতো,
আমি ওকে ছড়িয়ে দেবো, জমাট রক্তের ভাবনায়! অামার কোলে পাখি উড়বে, অামি অাকাশ হয়েছি, একলা বৃষ্টিতে তোমায় ভিজাবো! সিঁদুর রঙ তোমার রক্তজবা, জলে রোদসী তুমি রাতের ঝরো ঝরো কবিতা, সুর, গল্প। তুমি কী হবে?
অামি তো মুঁছে দিয়েছি তোমার সন্ধা কথার গল্প, এখন তোমার রাত কতোটা গভীর! ভেবে দেখো। কেঁপে কেঁপে উঠে রাতের ঠোঁট।
অাকাশ কেঁপে উঠবে বলে তোমার গলে যাওয়া, তুমি বৃষ্টি বুঝতে পারোনা?