//উত্তম ব্যবহার বিশেষ নীতি//
যে নীতি আজকে করেছি আপন
কেন সেই নীতি কাল হবে পর!
আপন হয়েছে, থাকুক আপন
নব নীতি হলে, হোক সহদর।
অনেক নীতি কী থাকতে পারে না!
নিশ্চয়ই চাই, থাকেও তো তাই
নব নব নীতি আপন করেই
জীবনের রঙে ভিন্নতা পাই।
নীতিহীন কোনো জীবন হয় না
তাই হলে, সেই জীবন গড়ায়
প্রশংসনীয় নীতি প্রয়োজন
নেই বিকল্প, খুঁজলে মরণ।
চাইতেই হবে এক ভালো নীতি
সকলে কী চায়! জানা মুশকিল
কারো ব্যবহার দেখে অনুমান
অনুমান খুলে দিতে পারে খিল।
ভালো নীতি কোনো বিশেষ নীতি কী!
সেই ভাবে কোনো নীতি গড়েছে কী!
নীতি কোনখানে গঠিত যে হয়!
আদৌ হয় কী! কেউ বলবে কি!
অনেক নীতির কথা শুনে থাকি
তাদের মধ্যে আগে রাজনীতি
কূটনীতি হলো দেশের জন্য
ভালো ব্যবহার হলো সেরা নীতি।
করব না কারো ক্ষতি কক্ষনো
দেবো না কাউকে গালি কক্ষনো
সত্যকে ধরে চলব সদাই
হবেই বিশেষ এই নীতি, জেনো।
সুবীর সেনগুপ্ত