//উৎপাতে আয় যাবে চিতপাতে//

উৎপাত করে আসলো যে কড়ি
সব চলে গেল চিতপাতে
তবে কেন আনা উৎপাত করে!
থাকব পরিশ্রমের সাথ।

কড়ি মানে টাকা, খুব প্রয়োজন
যে কোনো ভাবেই আসুক
সোজা পথে যদি হই অসফল
হব নাকি শুধু ভাবুক!

সৎ পথে আয়, জীবনের দায়
এই দায় হলে ভারী
শরীর ও মন আসবেই চাপে
জানবেই নর নারী।

অসৎ না হলে, কামনা অপূর্ণ
যদি থাকে এই ভাবনা
উৎপাত এসে চাপবেই ঘাড়ে
কিছুতে সরানো যাবে না।

একটা সময় পার হয়ে গেলে
বদল জীবন ধারাতে
সবার লক্ষ্যে আয় আমদানি
তাই তো সত্য ধরাতে।

যত বেশী আয়, তত বেশী মান
এই কি সমীকরণ!
কোন মতে যাব আমি আর তুমি!
ভাবনায় আবরণ।

শিক্ষিত হয়ে পাই না তো কাজ
বাঁচব কি করে তা হলে!
অসাধু উপায়, টানে এই মন
সাধুতা যায় আড়ালে।

কূল পেয়ে গেলে, কে আর ভাসবে!
করবেই তীর স্পর্শ
আয় বেড়ে যাবে, হাসবেও মন
হাসি হাসি মনে হর্ষ।

শঠতা, চাতুরী আর প্রতারণা
হবেই অনুপ্রেরণা
মন ভুলে যাবে কি যে সৎ পথ!
সঙ্গী নতুন ধারণা।

জানি না, জানি না, কিছুই জানি না
হয়ে যায় পরিবর্তন
এ কী ছিল নাকি কখনো চাওয়ায়!
চাইনি তো এই বন্ধন।

সুবীর সেনগুপ্ত