//উৎকৃষ্টের তুমি এক উদাহরণ//

দিচ্ছ এবং দিয়েই যাচ্ছ ক্রমশ
দিতেও থাকবে সে কথাও তুমি বলছ
কতদিন দেবে, সেই কথা বলছো না
ভবিষ্যৎ কে ভবিষ্যতেই রাখছ।

যা আছে তোমার, তা নয় পিতৃধন
পরিশ্রম ও অধ্যাবসায়ে গড়েছ
বিধাতার দেওয়া পেয়েছ মহৎ মন
চেতনাকে তুমি ঠিক কাজে লাগিয়েছ।

সৎ এবং তুমি খুবই নিষ্ঠাবান
এই পথে থেকে করেছে উপার্জন
পারতেই তুমি এসব করতে ভোগ
তবে তা করোনি, কারণ উদার মন।

কেন জিজ্ঞাসা করছ যে তুমি আমাকে!
করতেই হয়, নিজেকেই করো বারবার
কাকে দেবে তুমি? আর পরিমাণ কত
এই নির্ণয়ে কেবল তোমার অধিকার।

মঙ্গলকামী সদাশয় পরহিতৈষী
এই সংজ্ঞাতে তুমি নিশ্চিত যুক্ত
স্তাবক কিংবা চাটুকার আমি নই
কেবল তোমার কাজে আমি আসক্ত।

দিতে দিতে তুমি আজ হয়ে গেছ দাতা
সাথে সাথে তুমি গড়েও তুলেছ গ্রহীতা
নেই বিরক্তি, নেই রাগ কোন আক্রোশ
মুখে সদা হাসি বলে দেয় সরলতা।

তুমি ঈশ্বর, এই কথা বলব না
তাঁর আশীর্বাদ তোমার উপরে ন্যস্ত
আমরাও নই তার থেকে বঞ্চিত
বিশেষ কৃপায় নও তুমি অবিন্যস্ত।

সকলে মানুষ হয়েও আমরা ভিন্ন
এই ভিন্নতা আমাদের কাজে স্পষ্ট
সব্বাই যদি হতাম তোমারই মতো
থাকত না এই ভূবনে বিষাদ কষ্ট।

কোন ভাবনাতে থাকো তুমি প্রতিদিন!
ভাবনা কী শুধু আয় আর দান নিয়ে!
যত দেখি, তত কৌতূহলের শেষ নেই
উৎকৃষ্টের তুমি এক উদাহরণ।

সুবীর সেনগুপ্ত