//উধাও হয়ে যাকনা নকল!//
আয়-না দেখি কোথায় আসল
কোথায় বিক্রী হচ্ছে নকল!
আয়-না করি মেকীর দমন
প্রচার করি শুধুই আসল|
আমার প্রচার জানবে কজন!
পড়বে কজন এই কবিতা!
কেউ না পড়ুক, লিখব আমি
আসল খুঁজে জানাবো তা|
আসল নকল গেছেই মিশে
প্রভেদ খোঁজা খুব মুশকিল
নকল কিনে ভাবি আসল
তরল মনে লাগিয়ে খিল|
জিনিস গড়ে কারখানাতে
যাঁর কারখানা তার প্রকল্প
গড়ল প্রথম, সেটাই আসল
নকল কোথায়! শুধুই গল্প!
গল্প যে নয় সবাই জানি
কারখানাতেই গড়ে নকল
প্রকল্প নেই, নেই নকশা
থাকবে কেন! দায় যে অচল|
আসল গড়ার এক কারখানা
নকল গড়া নিয়ম ছাড়াই
যে যার মতন গড়ছে নকল
গুণমানের নেই যে বালাই|
রূপ রঙ আর আকার একই
ওজন হয়ত এক থাকেনা
কে আর করে ওজন, বলো!
মূল্য যে কম, হুঁশ থাকেনা|
জাল জালিয়াত প্রতারণা
করছে যারা, তারাও মানুষ
কোন ব্যাধিতে ভুগছে তারা!
নাকি তাদের নেই কোনো হুঁশ!
আইন কানুন সবই আছে
মানবে সবাই, তাই তো আশা
সব সমাজে ঠগ জালিয়াত
তাদের মুখে বে-আইনের ভাষা|
জেনে শুনেও কিনি নকল
আর এই কেনার থাকে কারণ
কেউ মানবে না প্রবঞ্চনা
নকল করে কাজ যে সাধন|
নকল থেকে বাঁচতে গেলে
খরিদ্দার এর দল প্রয়োজন
কোথায় গলদ জানবে সবাই
নকলগুলো পঁচবে তখন|
সুবীর সেনগুপ্ত