//উদার অদিতি//
অদিতির অতি প্রিয় কী যে হবে!
কী কেন বলছি, কে কেন হবে না!
কে এবং কী দুটো প্রিয় হলে
কেন স্বীকার্য হয়ে উঠবে না!
বলতেই পারি অদিতি ভূবন
সবুজ দিয়েই ভূবন বরণ
অগুণিত প্রাণী সবুজের মাঝে
সবুজ মানেই বিস্তৃত বন।
মাটি আর জল ধরাকে জড়িয়ে
হাওয়া প্রবাহিত তার উপর দিয়ে
পিঠ জুড়ে আছে তপনের আলো
অদিতি থাকে না কোনো সংশয়ে।
অদিতি তো নয় শুধুই পৃষ্ট
এক বৃহদ অংশ পৃষ্ঠের নীচে
উপর না নীচ, কোনটা যে প্রিয়!
এ তো শুধু অদিতির জানা আছে।
আমি তুমি সব্বাই অদিতিতে
আছে তরুলতা, আছে ফল মূল
সাগর পাহাড় নদী নালা ঝিল
আদর সবার, এতে নেই ভুল।
অদ্ব্যর্থক ভাবে বলা যায়
অদিতি উদার সব ভাবনায়
প্রাণ নিষ্প্রাণ, অদিতি সবার
অমায়িকতার ঠিক পরিচয়।
ভুবনেই বন, নয় মহাকাশে
সব প্রাণীদের বাঁচা উল্লাসে
বিহঙ্গ খুশী আকাশে বাতাসে
অদিতি কী ভাবে কোনো অবকাশে!
অদিতির কাছে সব কিছু প্রিয়
স্বজন-পোষণ নেই অভিধানে
চূড়ান্ত প্রিয় আমাদের কাছে
বাসাও বেঁধেছি, রয়েছি স্বপনে।
সুবীর সেনগুপ্ত