//উচিৎ ও অনুচিৎ ভাবা অকারণ//
কাছে এসে থাকল না
দূরে গিয়ে ডাকল না
মনে হয় এটাই হওয়া উচিৎ...
নিতে কিছু চাইল না
দিতে কিছু বলল না
এতেও তো নেই কিছু অনুচিৎ।
বেশী কিছু বলল না
বেশী শুনে রাগল না
জড়াতে চাইল না কোনো দ্বন্দেই...
মন খুলে হাসল না
হাত তুলে থামালো না
মনে হলো যেন তাঁর মনে কিছু নেই।
রহস্য গড়ল না
কথা পেটে রাখল না
বুঝতে দিলো না তাঁর মনোভাব...
জেদ তাঁর ছাড়ল না
মত দূরে ঠেলল না
জানতে দিলো না তাঁর নিজের অভাব।
কাছে তো ছিলই সে
ছিল খুব মিলেমিশে
হটাৎ কী হয়ে গেলো, জানা নেই...
হটাৎ বা না হটাৎ
হারিয়েছি তাঁর হাত
কেন তাঁর কথা মনে আনছি সদাই!
প্রথমবারে আসা
তা তো ছিল অভিলাষা
সেই আসা চেয়েছিল দুই মন...
আবার সে এসেছে
জানি থাকবে না পাশে
উচিৎ ও অনুচিৎ ভাবা অকারণ।
সুবীর সেনগুপ্ত