//তুমি অপ্রতিম//
তোমার অস্তিত্বে নেই সন্দেহ
কিন্তু তোমার ঠিকানা তো অজানা
ঠিকানা কী এক, নাকি এক এর ঊর্ধে!
তুমি না জানালে এ তো কেউ জানবে না|
অধিষ্ঠিত হয়ে গেছ প্রতি ঘরে ঘরে
স্মৃতির মাঝারে আসো প্রায় প্রতি রোজ
আরাধনা উপাসনা, থাকে রোজ নামচায়
তবুও যে করে থাকি নিত্য তোমারই খোঁজ|
দেখতে পাই না, তুমি আছো বিশ্বাসে
স্পর্শ করার কোনো প্রকরণও নেই
তুমি যে রহস্য তা মানতেই হবে
বলব না ধাঁধা আমি কিছুতেই|
তোমার নিয়ন্ত্রণে সমূহ জগৎ
পরিচালনাও করো নিয়মানুযায়ী
পাপ রোধ করো তুমি সেটাই চাই
রোধ করো তোমার ইচ্ছা অনুযায়ী|
ঈশ্বর আল্লাহ তুমিই সৃষ্টিকর্তা
ধ্বংসেরও দায় তুমি বহন করছ
কখন সৃষ্টি, আর কখন যে ধ্বংস
তোমারই কর্ম তুমি নিজেই মানছ|
দেখা যে দেবে না এ তো ধ্রুব সত্য
দেখাও পাব না তাও আছে জানা
তুমি অদ্বিতীয় শ্রেষ্ঠ ও মহীয়ান
এ কথা স্বীকার্য, যদিও ধারণা|
সুবীর সেনগুপ্ত