//তৃপ্তিকে ধরে রাখতেই হবে//

না হয় কিছুই না হলো
বেঁচে আছি আর বেঁচেও থাকব
এর থেকে সরে যাওয়াই ভালো।

সব যে হবে না, বুঝেছি
আর যা হয় না, তাই দূরে ঠেলি
এটাই তো সার, জেনেছি।

অনেক কিছুই হয়ে যায়
অন্তরে ধরে রাখি সেইগুলো
সেগুলোই সাথী পথ চলায়।

অস্থিতিশীল জীবন ভারসাম্যহীন
চলতে চলতে তুলনাতে গিয়ে
করে ফেলে পথ কঠিন।

করলেই হবে জানার পরেই
ছোটাছুটি করি সফল হতেই
ব্যর্থতা নিয়ে অসুন্তুষ্ট হই।

জানিনা জানিনা, কিছুই জানিনা
এটা মনে হয় অনেক সময়
কেন মনে হয়! হিসেব পাই না।

কিছু তো হবেই, একদম ঠিক
কী কী হবে তার তালিকা আড়ালে
পাওয়াও যায় না সঠিক কোনো দিক।

তৃপ্তিকে ধরে রাখতেই হবে
যতই পড়ুক বিষাদের ছায়া
তবেই ব্যর্থতা উধাও হবে।

ব্যর্থ হলেও মুখে হাসি ধরা
এই মন্ত্রই বিষাদ তাড়াবে
খুশীতে ভরবে জীবনের ঘরা।

সুবীর সেনগুপ্ত