//তোমাকে চাই, ঝগড়াও চাই//

ঝগড়া-ঝাঁটি খুঁজতে হয় না
পয়সা দিয়ে কিনতে হয় না
কোথাও আমায় চাইতে হয় না
সুলভ পাওয়া, মন যা চায় না।

তোমার সমাজ আমার সমাজ
দেশ বিভিন্ন আলাদা সমাজ
সব সমাজে সবাই মানুষ
কর্মে লিপ্ত হয়েই বিরাজ।

সব সমাজে ঝগড়া কি হয়!
খোঁজ নিয়েছি, নিশ্চিত হয়
ঝগড়া তো নয় কোনো আহার
তাও যে কেন করতেই হয়!

একলা বেঁচে থাকা মুশকিল
কার পানেতে ছুঁড়ব যে ঢিল!
পারি না ল্যাং মারতে কাউকে
খুঁজবো কোথায় কার সাথে মিল!

মানুষ চায় না নীরব জীবন
নিনাদ খুবই হয় প্রয়োজন
কেউ পাশে নেই একা চিৎকার
করেই নাকি, কেউ আয়োজন!

একলা থেকে বাঁচাই যায় না
অনেক মানুষ বাঁচার আয়না
এক থেকে দুই, দুই থেকে চার
সমাজ ভরার হোক-না বায়না।

যেমন চাওয়া তেমন পাওয়া
মানুষ অনেক পাচ্ছে হাওয়া
এই প্রকৃতি ভীষণ উদার
পূর্ণ করছে সকল চাওয়া।

মানুষ চেয়ে মানুষ পেলাম
নীরবতার শেষ দেখলাম
কিন্তু ঝগড়া-ঝাঁটি এসে গেল
তাতেই আমি বাধ সাধলাম।

সমাজ আছে, কলহ নেই
এমন সমাজ কোথায় যে পাই!
খোঁজার সকল প্রয়াস ব্যর্থ
নাই নাই নাই কোত্থাও নাই।

তোমাকে চাই, ঝগড়াও চাই
নইলে সকল খুশী হারাই
অসামান্য এক সমীকরণ
যার সমাধান ভুবনে নাই।

সুবীর সেনগুপ্ত