//ঠিকঠাক হতে পারে না নির্ভেজাল//
জীবনযাপন হয়ে যাক ঠিকঠাক
যে রঙে যে ফুল দেখে মন ভরে যাক।
রুদ্র যে নদী, ঠিক এই সময়ে ভুবনে
এই মূর্তিতে নদী ঠিকঠাক চলনে।
তপনের তাপ হবে কম বেশি, জানি তো
জানি বলেই তো সব ঠিকঠাক, মানি তো।
আষাঢ় শ্রাবণ ঘন বর্ষাই ঠিকঠাক
পৌষ আর মাঘে খুব শীতে নই হতবাক।
আগ্নেয়গিরি জেগে উঠলেই ঠিকঠাক
জ্ঞান হলে সঠিক, হবে না কেউ অবাক।
ক্ষুধা নিবৃত্তে যে কোন খাদ্য ঠিকঠাক
যা পেলাম, সেটা না খেলেই নয় ঠিকঠাক।
বিতর্কে দুই পক্ষের কথা ঠিকঠাক
তোমার আমার অসম্মতিও ঠিকঠাক।
কাজে ভুল করে, বলব কি সেটা ঠিকঠাক!
শেখা যদি হয় করতে পোক্ত, ভুল থাক।
গরুর রচনা গরু নিয়ে লেখা হয়ে যাক
গরু থেকে দূরে চলে গেলে নয় ঠিকঠাক।
পূর্ণিমা চাঁদে স্নিগ্ধ আলোই ঠিকঠাক
অমাবস্যার ঘন কালো রাত ঠিকঠাক।
ছেঁড়া চটি পড়ে চলাফেরা ঠিক হবে কি!
খালি পা'য়ে চলা, তার থেকে কিছু ভালো কি!
সব্বার চাওয়া, পরিধান হোক ঠিকঠাক
লজ্জা ঢাকতে, যে কোন কাপড় ঠিকঠাক।
সব কিছুতেই ঠিকঠাক কেন চাই!
এটা থাকে নাকি সব মনে অবচেতনেই!
ঠিকঠাক বলা, ঠিকঠাক লেখালেখি
তাই হলেই তো, ঠিকঠাক খুশি মাখি।
ঠিকঠাক সুরে গান হোক এই কামনা
কোন সুর ঠিকঠাক! এটা তো ধারণা।
জন্মগ্রহণ হয়ে যায় কোনো সময়ে
প্রতিটি সময় হয় নাকি ঠিক বলয়ে।
দীর্ঘ সময় অপেক্ষা নয় ঠিকঠাক
যে কোনো কারণে গালি কেন হবে ঠিকঠাক!
আমার তোমার ঠিকঠাক এক নয়
কোন ঠিকঠাক কখনো তো ভুল হয়।
ঠিকঠাক, তার বিপরীত কোন শব্দ!
তা কি ভুলভাল! যা হলে মানুষ জব্দ।
ঠিকঠাক হতে পারে না নির্ভেজাল
তার মানে, ঠিকঠাক নয় বিশুদ্ধ ঢাল।
ঠিকঠাক হলো নিজ ধারণার ফল
এতে না মাতলে, জীবন বেশী সফল।
সুবীর সেনগুপ্ত