//টাকা হলো প্রাণ, একদম ভুল নয়//
টাকা চাই টাকা চাই টাকা চাই
চাওয়া কী কখনো বন্ধ হবেনা ভাই!
সকলেই চাই, সকলেই কিছু পাই
না-চাওয়ার দলে খুঁজলে শূন্য পাই।
টাকার সৃষ্টি হয়েছে, তাই তো চাই
পাওয়ার জন্য চেষ্টাও করে যাই
চেষ্টা ছাড়া তো টাকা কোত্থাও নাই
কোন চেষ্টাটা ভালো তা জানতে চাই।
চেষ্টার ফলে টাকা আসা শুরু হয়
চাকরীতে টাকা আসে স্থির সংখ্যায়
কেনা-বেচা করে সংখ্যা বদলে যায়
তা সে যাই হোক, টাকাই জীবন চালায়।
মুদ্রাস্ফীতি এই এক কথা শুনে যাই
এতে জিনিসের দামে স্থিরতা নাই
দাম বেড়ে গেলে টাকাও বেশী চাই
যে প্রকরণে আসছিল টাকা, বদলাই।
প্রচেষ্টা প্রয়াস উদ্যমে প্রায় সব্বাই
কেউ অসফল, কেউ সফলতা পাই
মনের মধ্যে প্রতিবাদ বৈষ্যমেই
এর সংশোধন খুঁজলে মন হারাই।
আয় আর ব্যয়ের সামঞ্জস্যে যাই
দুইএর বদলে এক আসে কেনাতেই
কাটছাঁট হয় কখনো পরিমানেই
সর্বশেষভাবে জীবন চালাতে হবেই।
আজ বেঁচে আছি, কালও বাঁচতে চাই
সঞ্চয় নিয়ে মনে আসে ভাবনাই
জীবন কাটুক আনন্দ ও খুশীতেই
এই ইচ্ছাতে বাধা আসে সর্বদাই।
টাকা হলো প্রাণ, বলা কী ঠিক হবেই!
ঠিক না হলেও, কিছুটা সত্যি বটেই
পরিশ্রমের ফল তো সেই টাকাই
টাকাকেই ভালবাসতে পেরেছি ভাই।
সুবীর সেনগুপ্ত