//স্ব-স্বাধীনতার ঠিক উপলব্ধি//

কাছে নেই তাতে হয়েছেটা কি!
দূরে তো আছেই, দেয়নি তো ফাঁকি
ফাঁকি হয়ে যেত, জগত ছাড়লে
এখনো তো সেটা, হতে আছে বাকী।

কি করে থাকবে সকলেই কাছে!
যাঁরা নেই, তাঁরা কেন ভাবনায়!
ভাবলে কি দোষ হয়ে যেতে পারে!
বিচলিত হবে, কোন দোষ নয়।

স্ব-স্বাধীনতার যে উপলব্ধি
সেই উপলব্ধি পাক সম্মান
সকলের অধিকারে স্ব-ইচ্ছা
তাতে আনন্দ, রাগ অভিমান।

দূরে চলে গেলে, ডাক দিতে পারি
সেই ডাক হতে পারে প্রত্যাখ্যান
তাও যদি হয়, থামে না জীবন
সার্থক হবে না তো অভিমান।

ভাবপ্রবণতা সংবেদনশীলতা
মানুষের আছে এতে অধিকার
সেই অধিকারে নেই কোন জেদ
এটা বুঝে গেলে, হ্রাস পাবে ভার।

কোন পথে কার রুচি, তা অজানা
এটা জেনে নিয়ে করা অভিলাষ
করাও প্রয়াস, কাছে টানবার
পূর্ণ হয়েও হতে পারে আশ।

সহিষ্ণুতার আছে প্রয়োজন
সাথে থাকা চাই দৃঢ় সংগতি
ভাবনার পথে আসবে না বাধা
মান পেয়ে যাবে শেষ পরিণতি।

সুবীর সেনগুপ্ত