//স্বপনের আসা অবশ্যম্ভাবী//

শন শন করে ছুটছে স্বপন
লাট্টু ঘুরছে বনবন করে
কনকনে শীতে চাদরের নীচে
ভাবনা মরতে থাকছে বেঘোরে।

স্বপন ছুটছে, যাচ্ছে কোথায়!
আসে কোথা থেকে ধাবিত স্বপন!
এ এক প্রশ্ন যার নেই উৎস
কিংবা তা আছে, হয়নি বরণ!

শন শন করে ছোটে না স্বপন
যখন দিনের আলো প্রকাশিত
স্বপন শুধুই মানুষের মনে
আঁধারেই ঘুমে হয় উদ্ভাসিত।

প্রতিটি স্বপন হয় অনন্য
স্বপন ভয়ের, স্বপন খুশীর
কে কখন হবে ভীত আর খুশী!
কারো জানা নেই, অজানাতে স্থির।

চাই বা না চাই, স্বপন আসবে
স্বপন না পেয়ে কেউ কি কাঁদবে!
আসতে পারে না এই পরিস্থিতি
নিশ্চিত এসে কাঁদাবে হাসাবে।

আসলে আসুক শন শন করে
ঘুরতে থাকুক বন বন করে
একের পর এক এসেও তো যায়
সচেতন মনে আসতে কি পারে!

যখন সজাগ কোন এক মন
সেই মন থেকে দূরেই স্বপন
মন অচেতন যেই হয়ে গেল
স্বপনের কাছে সুযোগ আসলো।

এক নিদ্রায় অনেক স্বপন
স্বপনের জটে জড়াবেই মন
কিন্তু কিছুই করার তো নেই
এর নিয়ন্ত্রণে শুধুই স্বপন।

স্বপন পাবে কী খুব গুরুত্ব!
পেলে পাক, এতে নেই বীরত্ব
স্বপনের যত হয় বিশ্লেষণ
বিজ্ঞানে হতে পারে কি সত্য!

আমি ভালবাসি দেখতে স্বপন
তোমার ভাবনা নয় এক‌ই ধরন
যে যার স্বপন নিয়েই ভাবুক
লাভ আর ক্ষতি করুক স্মরণ।

সুবীর সেনগুপ্ত