//স্বপনের আছে স্থায়ী স্থান প্রতি মনে//
স্বপনের সাথে করতেই হলো সন্ধি
করলাম সেটা আমি নিজ প্রয়োজনে
আর না করলে স্বপ্ন করতো বন্দী
কিন্তু কী করে বন্দী করবে, কে জানে!
এই প্রশ্নই এসেছিল মম মনে
জবাব খুঁজতে খুঁজতে জেনেছি সত্য
বন্দী করতে পারে বলেই তো আসে
এসেই গড়েছে বন্দী করার বৃত্ত।
প্রতিটি রাতেই স্বপনের আগমণ
আগমণ হলে, প্রবেশ দ্বার তো চাই
এই দ্বার হলো প্রতি মানুষের মন
মনের দ্বার কী সর্বদা থাকে খোলাই!
নিশ্চয়ই খোলা, তাই আমাদের বিশ্বাস
সাথে সাথে পাই অবচেতনের দোলা
স্বপন আসবে অবচেতনের দশাতে
এই দশাই তো হয়ে যায় নীদ্রাতে।
নিশ্চিত করে ঘুম মানুষের ঝুলিতে
স্বপ্ন দেখে কী বিব্রত হয়ে যায় মন!
কখনো কী দেয় স্বপ্ন মনেতে শান্তি!
অনেক প্রশ্ন জুড়ে ভাবনার বন।
স্বপ্ন আসবে এবং চলে যাবেই
একই স্বপ্নের ধারা প্রবাহিত রোজ
যদিও তা নয় প্রতি ক্ষেত্রে প্রযোজ্য
একই স্বপনের ধারার হয় না খোঁজ!
স্বপ্নই পারে বিপথে চালিত করতে
তার মানে মন স্বপ্নের ঘেরাটোপে
বন্দী দশার ভাবনা তাই তো রত্ন
তাই কী পড়েছি সবাই স্বপ্ন কোপে!
যতই করি-না মনের দ্বারকে রুদ্ধ
ঠেকানো যাবে না স্বপ্নের আসা জীবনে
সকলের সাথে পরিচিত হয়ে স্বপ্ন
স্থায়ী স্থান আছে স্বপনের এই ভূবনে।
সুবীর সেনগুপ্ত