//স্বপ্ন রূপক, তেমনই থাক না//

রঙ্গীন স্বপ্নে চাই না ডোবাতে
ইচ্ছাও নেই সাদা কালো দিতে
আবোল তাবোল কেন যে লিখছি
কী করে বোঝাব পারি না বুঝতে।

কেউ বুঝবে না, এ কথা বলি না
অনেকে বুঝবে, মানতে ছাড়ি না
সকলের দখলেই আছে মন
সেই মনে বিকশিত যে ভাবনা।

রঙীন স্বপ্নে আমি ডুবে যাই
কে ডুব দেয় না, তা জানতে চাই
জানার জন্য অনুমান করি
এই কাজ করে যায় সকলেই।

কার কী খেয়াল, কখন খেয়াল
হিসেব করলে পাই না তো হাল
খেয়াল কী দেয় স্বপ্নের রূপ!
দেয় কী দেয় না, স্বপ্নের জাল।

স্বপ্নে ডুবতে নেই কোনো মানা
কখন ডুববে তাই তো অজানা
তোমার স্বপ্ন আমি যদি চাই
দেবে কী, নাকি দেবে শুধু তানা!

কাউকে করাই যায় উদ্বুদ্ধ
করা সম্ভব কাউকে শত্রু
স্বপ্ন কী গাঁথা যায় কোনো মনে!
যদি গাঁথা যায়, হবে কী ক্ষুব্ধ!

স্বপ্ন পেয়েছি বিনা খরচেই
পাওয়ার যে পথ, তাতে বাধা নেই
আবালবৃদ্ধবনিতা পেয়েছে
এখনো পাচ্ছে, পেতে থাকবেই।

স্বপ্নের দাবী প্রতি মনে ছবি
প্রেরণা কী আসে এই ছবি থেকে!
যদিও বা আসে, নয় সব মনে
বিফল স্বপ্ন দেয় খুশী ঢেকে।

স্বপ্ন আসলে, আসতে দাও-না
চলে যাবে, তবে আটকে রেখো না
সাথে থেকে গেলে, আদর কোরো না
স্বপ্ন রূপক, তেমনই থাক না!

সুবীর সেনগুপ্ত