//স্বার্থ বাঁচাতে হারাতেও রাজী//
দিনে আলো পাই, ঢাকি না তো আলো
নিশীথেই ঢাকি আলো দিয়ে কালো
প্রকৃতির দান আসে নিয়মেই
কোনো দান কেন লাগে না যে ভালো!
মানুষ খুঁজেই চলেছে সুবিধা
ঢাকাঢাকি করে চায় নাকি সাদা!
যা অন্তরায়, ঠেলে আড়ালেই
আশা থাকে মনে, না আসুক বাধা।
বাধা - বিঘ্ন বা প্রতিবন্ধকতা
অনুভবে এলে, নয় সুখবার্তা
প্রয়াস তখন অপসারণেই
থেকে গেলে সেটা হয় ব্যর্থতা।
বর্ষাকে চাই, চাইনা প্লাবন
বেড়াতে শীতের আমেজ স্মরণ
কনকনে শীতে চেয়ে থাকি তাপ
স্মরণে তখন শুধুই তপন।
আমাদের চাওয়া সুবিধা ও লাভ
পেয়ে গেলে চাই সুখের প্রভাব
স্বার্থ বাঁচাতে হারাতেও রাজী
ঢাকাঢাকি করে ঘোচাই অভাব।
সুবীর সেনগুপ্ত