//স্বাভাবিক উপায়//
শুনতে না পেলে, কান খাড়া করি
দেখতে না পেলে, চোখ মেলে ধরি
বুঝতে না পেরে, ভাবি কি যে করি
ভাবনাতে দেখা যায়না তো হরি।
ব্যর্থতা এসে গেলে কিছুতেই
স্বার্থক হতে উপায় তো চাই
স্বাভাবিক কিছু উপায় নিয়েই
সহজ প্রয়াস চলতে থাকেই।
চলতে না পেরে, আমি বসে পড়ি
ঘুম আসছে না, শুয়ে গড়াগড়ি
তবুও আসে না ঘুম উঠে পড়ি
চোখে মুখে দিয়ে জল, বই পড়ি।
যাই করি, তাতে থাকে প্রসঙ্গ
মেনেছি সেটাই কাজের অঙ্গ
প্রসঙ্গ পাই, কাজ শুরু করি
কঠিন লাগলে, সহজেই ছাড়ি।
শোনা আর দেখা, কোনো কাজ নয়
বুঝতে পারাও সেই পথে যায়
এই সব পথ ভুল শোধরাতে
লাগতে পারে না অন্য কাজেতে।
হাঁটতে হাঁটতে আচমকা চোঁট
ছাড়তেই হয় হাঁটার দাপট
গোঁ ধরে যদি হাঁটতেই থাকি
ব্যাথা তাই থাকে, কর্মই ফাঁকি।
যত স্বাভাবিক উপায় জেনেছি
তার কিছু কিছু কাজে লাগিয়েছি
কখনো পেয়েছি কিছু উপকার
সব যে হয়নি, তাও জেনে গেছি।
সুবীর সেনগুপ্ত