//সুস্থ শরীরে প্রতীক্ষা মরণের//

এক জোড়া পাখী দেখতে পেলেই
মিল খুঁজি আমি ছন্দের
এক পশলা বৃষ্টিতে ভিজে
সুখ পাই ভেজা শরীরের।

চলার পথটি হারিয়ে ফেললে
ভাবনার খেলা বাইরের
ফিরে আসবার পথ পেয়ে গেলে
চিন্তা আবার বসতের।

উদ্যানে ঘুরে ধ্বনির স্পর্শে
গুঞ্জন শুনি মননের
নিশীথের কালো ছুঁতে পারলেই
কল্পনা রাশি অদৃশ্যের।

জীবনের বনে চাষ করে করে
স্বস্তিকে করি আদরের
লাভ এবং ক্ষতি জড়িয়ে ধরেই
হিসেবের করি হেরফের।

দুই ধারণাকে একসাথে নিয়ে
গড়ি এক মাঠ স্বপ্নের
অনেক স্বপ্ন আপন করেই
অনুজীবী হই চরণের।

রাত্রি ও দিন এক করে নিয়ে
অনুগামী অনুশাসনের
চাওয়ায় সঙ্গে পাওয়াকে মিশিয়ে
সাজাই যুক্তি সমানের।

প্রত্যেক ক্ষণে ভাব জড়ো করে
সেইগুলো হয় বরণের
বরণ করতে পারলেই গড়ি
অনেক কবিতা ছন্দের।

চোখ কান মন সুরে বেঁধে দিয়ে
খুশীর জীবন আমোদের
আমোদেই রাখি শরীর সুস্থ
করি প্রতীক্ষা মরণের।

সুবীর সেনগুপ্ত