//সুপ্ত মন যে চায় ভালবাসতে//
কিছু কথা ছিল, বলাই হয়নি
যাঁকে তাঁকে আমি বলতে পারিনি
যাঁকে শোনানোর প্রয়োজন ছিল
তাঁকে শোনানোর সুযোগ পাইনি।
কথাগুলো বহুবার আমি বলেছি
বলেছি এবং নিজেই শুনেছি
বলেছি কী শুধু মহড়া দিতেই!
বলতে পারিনা কেন তা করেছি।
সেই কথাগুলো রেখেছি যত্নে
এসে যায় ঘুমে কখনো স্বপ্নে
ভাবনায় ডুবে ভুলতে চেয়েছি
ভুলতে পারিনি কথা অরণ্যে।
আমার সামনে কবে সে আসবে!
চোখে চোখ রেখে শুনতে চাইবে
জানিনা, কিন্ত হতেও তো পারে
না হলেও এই মনে থেকে যাবে।
ইপ্সিত আশা একান্ত আমার
পূর্ণ না হলে কী আছে বলার!
নেই অভিযোগ, নেই হারজিত
কথাগুলো মম মনের খাবার।
কথাগুলো ভেবে আনন্দ পাই
কেউ একজন কল্পনাতেই
সে পুরুষ নয়, নিশ্চিত জানি
সে আছে আমার অবচেতনেই।
না অপেক্ষা, না প্রতীক্ষা
না কেউ করতে পারে উপেক্ষা
আমার মনের কে পাবে ঠিকানা!
নিজেই নিজেকে দিয়েছি শিক্ষা।
কেন কথাগুলো গড়েছি বলতে!
সুপ্ত মন যে চায় ভালবাসতে
প্রচ্ছন্ন ভালবাসায় জড়িয়ে
কাটিয়ে দিচ্ছি জীবন খুশীতে।
সুবীর সেনগুপ্ত