//সুখ দুঃখের সাথী এই মন//

দুঃখ জানেনা সুখের চেহারা
সুখ জানে নাকি দুঃখের রূপ!
দুই মেরুতেই দুই এর অবস্থান
করবে কি করে একসাথে অভিযান!

যেখানে দুঃখ, সেখানে বিষাদ
সেই স্থানে সুখ হয়ে গেছে বাদ
যদিও বা ভুল করে সুখ এসে যায়
অনাহুত, তাই এক সংবাদ হয়।

এ তো নয় কোন আজকের কথা
দুঃখ এবং সুখ গড়েছিল
একই সময়ে হয়েছিল নাকি এই গঠন!
অজানা জবাব খুঁজে খুঁজে পরিশ্রান্ত মন।

সুখ দুঃখের কোথায় উৎস!
জানতে চেয়েছি, হয়েছি ব্যর্থ
কোন ক্ষণে আসে, করাই যায় না অনুমান
যেটাই আসুক, করতে পারি না অপমান।

খুব সুখী যাঁরা তারাও মানুষ
তাঁরা কী জানে না কি হয় দুঃখ!
দুঃখের সাথে পরিচিত হতে
লাগে নাকি কোন জ্ঞান, যা সূক্ষ্ম!

শূন্য মনে যে কি গঠন হবে!
মনে এক রূপ রেখাও থাকবে
তারই ভিত্তিতে গঠনের কাজ
গঠন শেষেই যতন আসবে।

চেহারাই নেই, কী হবে আকার!
যত্ন করার কথাই অসার
তবুও সুখ আর দুঃখ আসবে
ছেড়ে চলে যাবে, না করে প্রচার।

যাঁরা খুব দুখী, তাঁরা কী করবে!
সুখ জানবার প্রয়াস ছাড়বে!
প্রয়াস থাকবে, যত কম হোক
কখনো সুখের ছোঁয়া পেয়ে যাবে।

একবার দিন একবার রাত
এই নিয়মের বিকল্প নেই
সুখ ও দুঃখ এই নিয়ম মানে
তবে আংশিক, কখনো ভাঙ্গেই।

সুখ দুঃখের সাথী এই মন মন
পাশাপাশি রেখে চলছে জীবন
এটাই সত্য, মানতেই হবে
আর না মানলে, মিথ্যে গঠন।

সুবীর সেনগুপ্ত