//সুযোগ বুঝতে করি নাকি ভুল!//
আমরা কি আছি সেই এক ভীড়ে
যেখানে সুযোগ ঘোরাঘুরি করে!
সুযোগ বুঝতে করে ফেলি ভুল
তাই বঞ্চিত হই বারেবারে।
কেউ কাজ করে সফলতা পায়
পাশাপাশি কেউ অসফল হয়
সমকাজে কেন বৈষ্যম ফল
ভাবনাতে সব সূত্র হারায়।
সুযোগ চিনতে কোন জ্ঞান লাগে!
তা কি ধীশক্তি, নাকি মেধা লাগে!
এখানে ওখানে শুনে শুনে ভাবি
অন্তে আসে না কিচ্ছুই ভাগে।
সুযোগ মানে কী! জানার প্রয়াস
বই পড়ে পড়ে বিভ্রান্তি শিয়রে
জিজ্ঞাসা করি, সদুত্তর নেই
কিংকর্তব্যবিমুঢ়ের ঘরে।
যে সফল, তাঁর সাথে কথা বলি
আর যে ব্যর্থ, তাঁর কথা শুনি
সব্বাই দিতে চায় শুধু জ্ঞান
শূন্য ঝুলির শূন্যতা মানি।
যে কোনো সময় শুরু হয় নাকি!
কাজ শুরু হবে প্রকৃত সময়ে
মন্ত্রণা দেওয়া খুবই সহজ
যন্ত্রণা পাই অকৃতি হয়ে।
সুযোগেই যোগ, না হলে বিয়োগ
এই সমীকরণ হবে নাকি ভোগ!
কেন সুযোগের করা অপেক্ষা!
অপেক্ষা ছেড়ে কাজে মনোযোগ।
অপেক্ষা নয়, বানাব সুযোগ
সেই সুযোগই করে যাব ভোগ
পরের সুযোগ এনে দেবে কাজ
হারাতে থাকবে সব অভিযোগ।
সুবীর সেনগুপ্ত