//সূচনা বা শুরু, উপক্রমণিকা//

সূচনা বা শুরু, উপক্রমণিকা
নিশ্চিত হয়, থেকে একা একা
হতেও তো পারে ভীড়ে নির্জনে
পাই না তো এই নিয়ে লেখা-ঝোকা।

প্রথমে সূচনা, এটা ধ্রুব সত্য
এক এক পদক্ষেপ তারপরে
অন্ত আসবে তাই তো কামনা
সব ক্ষেত্রে কি আসে বারে বারে!

কোন এক কাজ শেষ হয়ে গেছে
ফল পেয়ে মন খুশিতে ভরেছে
কাজ শেষ হলো, কি করে তা হলো
হওয়ার কারণে সূচনা রয়েছে।

করতে হয়েছে কাজ, তা সত্য
কাজ না করলে কোথায় অর্থ!
অর্থ জোগাতে কাজই সহায়
থাকতেও পারে কর্মে শর্ত।

নেওয়া হয়ে গেলে এক নির্ণয়
করে নিতে হয় পরিকল্পনা
হলো নির্ণয় কারখানা হবে
শুভ উদঘাটন, সেটাই সূচনা।

যতই ক্ষুদ্র হোক এক কাজ
শুরু না করলে, পাবে না তো সাজ
করে ফেলতেই হবে আরম্ভ
নইলে সে কাজ পড়বে না তাজ।

সূচনা জরুরী, ভীষণ জরুরী
ভেবে নিতে হবে কি ভাবে তা করি
বাহানাকে টেনে সময় কাটালে
কাজ কি কখনো পেতে পারে হরি!

সুবীর সেনগুপ্ত