//স্থান বদল নয় বিস্ময়কর//
যাঁরা যাঁরা আছে আজ এই পারে
কখনো কি যাবে পরে ওই পারে!
সম্ভাবনাকে উড়িয়ে না দিয়ে
যেতে হবে আগে বাস্তব ধরে।
স্থান বদল নয় বিস্ময়কর
মানলাম অতি সাধারণ ধারা
ইচ্ছানুযায়ী হয় স্থান বদল
ইচ্ছাতে থাকে কারণের তাড়া।
পেশা বেছে নিয়ে কর্মকে ধরি
কর্ম করতে যাই কোন স্থানে
সেই স্থান নয় অন্তিম স্থান
প্রয়োজন মতো সেই স্থান ছাড়ি।
প্রত্যেক প্রাণ ছিল এক স্থানে
যতক্ষণ না আসেনি ভূবনে
ভূবনের বুকে এসে ছোটাছুটি
শুধু কি অধৈর্যতার কারণে!
এক নীড়ে শুধু একটাই প্রাণ
সেই প্রাণ গড়ে, নিজ নীড়ে তান
সাথী এক মন, সর্বদা সাথে
এই নীড় সচল, করেছে প্রমাণ।
একটি মানুষ, একটি শরীর
হতে পারে ধীর, স্থির অস্থির
অস্থির হলে, বাড়ে সচলতা
শরীর বদলে নেয় তার নীড়।
এ পাশ থাকলে, থাকবে ওপাশ
শুধু উপরে কি করা যায় বাস!
নীচেও নামার হবে প্রয়োজন
কেন! সেটা মন করবে প্রকাশ।
দৌড়াদৌড়ি করতেই হয়
প্রাণ বাঁচানোর আছে এই দায়
কখনো কর্মস্থান বদল করা
কখনো বাসস্থান বদলায়।
এই পরিধান, ওই পরিধান
খাদ্য বদলে, উঁচু করি মান
কী এই জীবনে পাল্টে যায় না!
অনুকল্প কী ঠিক সমাধান!
সুবীর সেনগুপ্ত