//স্থান বদল কি অপরিহার্য//
এখন এখানে, একটু পরেই ওখানে
কেউ সরিয়েছে, তাই তো স্থান বদল
কেন সরিয়েছে, কী করে কেউ তা জানবে!
যে সরিয়েছে, তাঁর ইচ্ছাতে এই ফল।
স্থানের বদল সাধারণ এক ঘটনা
নিশ্চিত থাকে কারণ, এ নয় ধারণা
কিছু ভালো হবে ভেবে এই কাজ করা
অন্যথা হলে আবার বদল ধারা।
জনমের স্থানে মরণ হয় না সকলের
আজ এই স্থান কাল ওই স্থান বদলের
প্রায় সব প্রাণী স্থান পাল্টায় নিয়মিত
অনুসরণ হয় অলিখিত এক নিয়মের।
ঠেলাঠেলি করে হয় না স্থান বদল
নিজেরই তাগিদে করি এই রদ-বদল
কখনো তা হয়ে যায় খুবই হঠাৎ
স্বীকার করতে হয় থেকে অবিচল।
স্থান বদল করে আসে কিছু পরিবর্তন
পরিবর্তনে নূতনের হয় আগমন
নতুন হলেই ভালো হবে, তার মানে নেই
কিন্তু সমন্বয়ের থাকে প্রয়োজন।
মানুষের আছে গুছিয়ে রাখার প্রবণতা
জিনিসপত্র পরিধান আর বই খাতা
মশলা পাতি ও বাসন-কোসন হেঁসেলে
গোছানো জীবন দিতে পারে এক বারতা।
যখন যেমন জীবনে খুলবে তালা
তখন তেমন স্থান বদলের পালা
বদলে বদলে হয় বিলাসের ছোঁয়া
না হয় দুঃখ দেয় বেশী করে ঠেলা।
যতই হোক না স্থান বদল এই জীবনে
বদল করেও থাকা হবে এই ভূবনে
তবুও করব স্থান বদলের আয়োজন
মন শুধু চায় পরিবর্তন সমানে।
সুবীর সেনগুপ্ত