//সত্যি কি চায় মানুষ সমতা//
নিজ বাসস্থানে আমাদের বাস
খুঁজে পাই সমতার আশ্বাস
মাথার উপর ছাদ সকলের
হোকনা যেমনই, সেটাই আবাস।
এ দেশে মানুষ ও দেশে মানুষ
সবার শরীর এক ধাঁচে গড়া
সমান সমান অঙ্গ সংখ্যা
এ তো প্রকৃত সাম্যের ধারা।
জ্ঞান আহরণ করি সকলেই
জান বেশী কম হতে থাকবেই
জ্ঞানের মাঝারে খুঁজলে সমতা
যে খুঁজবে তার ভুল তো হবেই।
গ্রীষ্ম কালের যে প্রখর তাপ
এ তো সকলের, কেন যে বিলাপ!
খোলা আকাশের নীচে যেতে হলে
সহে নিতে হবে সেই একই তাপ।
তুমি জন্মেছ, আমি জন্মেছি
কোন এক দিনে মরব, জেনেছি
এ কী নয় সমতার উদাহরণ!
প্রত্যক্ষকরণ ভুল কি ভেবেছি!
প্রতিটি অঙ্গ করছে কর্ম
কর্মের প্রকরণে ভিন্নতা
সমতা খুঁজলে শুধুই বোকামি
এই ভিন্নতা দিয়েছে বিধাতা।
সত্যি কি চায় মানুষ সমতা!
সকলের মুখে থাকে এই কথা
শুধু কথা দিয়ে যায় না যে গড়া
মন চেয়ে থাকে যে বাস্তবিকতা।
সমতা ভুললে, যদি হয় লাভ
জীবনে পড়বে লাভের প্রভাব
কেউ কি তখন চাইবে বুঝতে
কেন যে সাম্যবাদের অভাব!
সমান সমান কিছুই হবে না
যতই সমান করতে চাই না
কাগজে সাম্যবাদ ও সমতা
ছিল আর করি তারই কামনা।
সুবীর সেনগুপ্ত