//সৎ জীবনের নেই কোন দায়//

ধনী হওয়ার ইচ্ছা যখন
সঠিক কাজের সন্ধানে মন
সে কাজ থেকেই অঢেল পয়সা
শেষ হলে কাজ ধনের যতন।

ধনী হওয়ার ইচ্ছাই কেন!
এমন প্রশ্ন বোকার মতন
ধনীর খেতাব কে চাইবে না!
এই প্রশ্নের নেই প্রয়োজন।

একবার ধনী হয়ে গেলেই
পথ খোঁজা আর হয় না ভারী
কেবলই ধন আসবে ছুটে
টাকা পয়সার ছড়াছড়ি।

ধনী ও গরীব আছে পৃথিবীতে
দুটো শব্দই শুনি কান পেতে
কেউ না গরীব হয়ে যেতে যদি
ধনী শব্দ কি পেতাম শুনতে!

দুটো শব্দই বেশ শুনে থাকি
নিশ্চয়তা দিয়ে কথা ডাকি
'গরীব' শব্দ বেশী শুনি নাকি!
শুনি শুনি শুনি, এতে নেই ফাঁকি।

অভাব হলেই, হয় ভোগান্তি
অভাব মিটলে, শুধুই শান্তি
অভাব মেটাতে ধন‌ই সাধন
ধন পেতে কেউ চায় না দান্তি।

জীবন মানেই এক সংসার
বিবাহিত হতে হবে, নেই মানে
একলা হলেও থাকা সংসারে
অভাব মেটাবে ধন, কে না জানে!

হব না জেনেও ধনী হতে চাই
মানুষের মন এই চাওয়াতেই
ইচ্ছা প্রকাশ করি বা করি না
সুপ্ত কামনা মনে রেখে দিই।

তুলনা করলে ধনী ও গরীব
খুঁজে পাব নাকি অনেক তফাৎ!
তফাৎ আছেই, তবে অগভীর
তফাৎ কাটতে লাগে না করাত।

ধনী ও গরীব, মানুষ সবাই
একটি শরীর মানুষ হলেই
সব অঙ্গের সমান সংখ্যা
মূল পার্থক্য ঋদ্ধি ধরেই।

ধনী হতে চাওয়া নয় অন্যায়
ভুল পথে ধনী হওয়া অন্যায়
অসৎ হলে কী বলব জীবন!
সৎ জীবনের নেই কোন দায়।

সুবীর সেনগুপ্ত