//সংঘাতে না যাওয়াই ভালো//
প্রথমে কী সংঘাত তারপরে প্রতিবাদ!
নাকি প্রতিবাদ করে সংঘাতে যাওয়া!
সংঘাত ও প্রতিবাদে মিল খুঁজে পাওয়া!
প্রতিবাদ না হলে কী সংঘাত নেই!
ভুল ধারণার বশে আমি বশীভূত
কোন ধারণাতে আমি হব অভিভূত!
কার কী যে মতামত সংঘাত নিয়ে!
লাভ নেই কিছু এই ভাবনাতে গিয়ে!
ক্ষতি তো হবেই হবে সংঘাত দিয়ে|
সংঘাতে প্রতিবাদ খুব স্বাভাবিক
প্রতিবাদে সংঘাত নয় নিশ্চিত
প্রতিবাদে অন্যায় হয় চিৎ|
সংঘাত প্রতিবাদ আলাদা রকম
একদম মিল নেই বলতে পারি না
অল্প যা মিল পাই মানতে পারি না|
সংঘাত ঝগড়া বা সংঘর্ষ
বিরোধ জড়িয়ে আছে সবখানে
কলহে দুই পক্ষই স্বার্থ অন্বেষণে|
প্রতিবাদ অহরহ এখানে ওখানে
কোনোদিন থামবে না প্রতিবাদ
আনতে হবেই সংঘাতে ঘাত|
সুবীর সেনগুপ্ত