//সঙ সাজা তো খুব সাধারণ//
সঙ সেজেছি, সাজবই তো
তাই তো ছিল আমার ব্রত
পূরণ করেই মনটা শান্ত
এই ইচ্ছার পেলাম অন্ত।
আমায় দেখেই বলছ সঙ
ভাবছি এটা তোমার ঢঙ
ভাবনা জুড়ে সতেজ রঙ
জানো জানো ধরেনি জঙ।
সঙের মানে বলবে নাকি!
না জানলে তা রাখো বাকী
ভুল বললে পিষবে চাকী
বকবে কাকা বকবে কাকী।
সঙ সাজব ভূত সাজব
ঘুঁটের মালা গলায় দেবো
আমার ইচ্ছা খুব সাজাবো
আনন্দেতে নাচতে থাকব।
সঙ না সেজে থাকা কী যায়!
কী যে বলি! যায় না বোধহয়
সঙ সাজা কী রঙ দিয়ে হয়!
সংসারে সঙ মনের কোণায়।
এক উৎসব, নাম বহুরূপী
সেই দিন সঙ সাজি চুপিচুপি
সঙ সাজি সংসারে পরে টুপি
সাজের সময় নেই কারচুপি।
উৎসবে সঙ সবাই সাজলে
ভুল তো হবেই সঙ বললে
সঙ সেজে আয়নাতে দেখলে
হয়না ক্ষতি জেনেই গেলে।
অস্বীকারের জায়গাই নেই
সবাই যে সঙ এই সংসারেই
চিন্তা করে লাভ কিছু নেই
মনের খুশী সঙ সাজাতেই।
সুবীর সেনগুপ্ত