//সন্দেহ দ্বিধা করাবেই ভুল//
এত সন্দেহ কেন যে তোমার!
বুঝতে চেয়েছ কী এর কারণ
বুঝতেও হবে, ভাবতেও হবে
ভেবে না থাকলে, ভাবো কিছুক্ষণ।
কিছু বলবার পরে কথা থামে
পরিশ্রমেই এই শরীর ঘামে
সাধারণ কথা মানা প্রয়োজন
আর না মানলে, মন বিভ্রমে।
জড়িয়ে পড়লে বিভ্রান্তিতে
মনে আলোড়ন থাকবেই হতে
নত্বষত্বজ্ঞান যাবে দূরে
বিক্ষোভ জুড়ে যাবে চেতনাতে।
বিভ্রান্তি কী হতে পারে সাথী
হলে, হবে দেউলিয়া রাতারাতি
সন্দেহ করা, মানে ভুল করা
কেন করা ভুল নিয়ে মাতামাতি!
ঠিক ঠিক ঠিক, সব ঠিক হবে
সংজ্ঞা কোথায়, যেটা মানা হবে!
সংজ্ঞা সবার নিজের নিজের
যে যাঁর মতনই ঠিক ভেবে নেবে।
সন্দেহ অভিশঙ্কা ও দ্বিধা
করতে কী পারে একটি সুবিধা!
সকলেই জানি, পারে না করতে
এগুলো ছাড়লে, ছিঁটবে না কাদা।
সন্দেহ দ্বিধা করাবেই ভুল
একের পর এক হয়ে যাবে ভুল
ভুল থেকে, নেওয়া যাবে না শিক্ষা
ক্ষণে ক্ষণে চলা, হয়ে যাবে প্রতিকূল।
যাঁর মন ঘিরে সর্বদা দ্বিধা
বলব কী তাঁর ভুলে এই দ্বিধা!
কী করে যে হবে এ ধারণা ঠিক!
সকলে যা ভাবে, তা তো নয় সিধা।
মন থেকে দ্বিধা দূর করা যায়
হয় না এ কাজ সহজ ধারায়
ইচ্ছার সাথে মনোবল জুড়ে
বাস্তবে সোজা ফিরে আসা যায়।
সুবীর সেনগুপ্ত