//সময়ের দ্বার//
সময়ের দ্বার খুলবে কখন!
কেন যে করছি প্রশ্ন এমন!
সমযের দ্বার খোলা নিরন্তর
সবার প্রবেশ হয় সর্বক্ষণ।
কবে খুলেছিল সময়ের দ্বার
অবাস্তব এই প্রশ্ন অসার
আসলে প্রশ্ন জবাববিহীন
জন্মেই পেয়ে যাই খোলা দ্বার।
খুব সাধারণ একটা ব্যাপার
খুলতেই হয় সবাইকে দ্বার
দ্বার কুটিরের, দ্বার প্রাসাদের
সান্ত্রীরা খোলে সিংহদুয়ার।
এক উদ্ভিদ, নয় তো সময়
রং ও আকারে দৃশ্যত হয়!
না দৃশ্যত, না আছে রঙ
ধরা ছোঁয়ার বাইরেই রয়।
না ছুঁয়েও পাই সবাই সময়
না দেখেও জানি সময় সদয়
সময় জানে না কী পক্ষপাত
জানে না বলেই নেই কারো ভয়।
আসে নাকি কোনো সময়ের ডাক!
এমন ধারণা করেই অবাক
কারো ধারণাতে প্রবেশ নিষেধ
তাই নিজ মনে ধারণার ঝাঁক।
সময়ের সাথে কী যুক্ত নয়!
জ্ঞানে অজ্ঞানে এই পরিচয়
সময়ের বোধ গড়েছে মানুষ
বছর ও যুগ মনের পাতায়।
আড়ালে রাখার প্রয়াস হলেই
সময় বিঁধবে অতি সহজেই
সন্মান সময়ের অধিকার
না দিলেই ক্ষতি ধেয়ে আসবেই।
সুবীর সেনগুপ্ত