//সমস্যা বনাম সমাধান//
কিছুই যখন হলো না সুরাহা
তার মানে সব পথই রুদ্ধ
তারপরে কেন অযথাই বাক যুদ্ধ!
সাবধান নেই, কে পারে মানতে!
চলতেই থাকে আরো সন্ধান
মরিয়া হয়েই বিশ্বাসে শুধু ভগবান।
সমস্যা গড়ে করি সমাধান
বলতে কী পারি গড়া স্বতন্ত্র!
কেউ না কেউ তো বলবেই ষড়যন্ত্র।
অরণ্যে গাছ, সমাজে মানুষ
গাছে গাছে পাতা, প্রাণে সমস্যা
প্রাণ হলেই কী সমস্যাতেই গাঁথা!
মনে সমস্যা, তনে সমস্যা
সমস্যা আসে, যায় সমস্যা
কিছু দূর হয়, সব সমস্যা নয়।
বিশেষ কাজেই যেতে হবে দূরে
ট্রেন বাস কোনো কিছুই তো নেই
ভাবতে ভাবতে উপায় একটা পাই।
কখনো অনেক ভেবে অসফল
সমস্যাতেই হই জর্জরিত
সুরাহা এবং সমাধান সব মৃত।
আজ সমস্যা, কাল সমস্যা
বারেবারে কেন একই সমস্যা
পুনরায় আসা, এ কী তবে অমাবস্যা!
অসুস্থতার কোনো জুড়ি নেই
রোজ নিরাময় করার চেষ্টা
কিন্তু কী হয় সফল সব প্রচেষ্টা!
রোজ হলো এক বড় সমস্যা
সামান্য দূরে রাখা কী যায় না!
লাখ টাকার এই প্রশ্ন জবাব পায় না।
সমস্যাকেও দূরে রাখা যায়
একটু বদল করে কামনায়
কামনায় ঘাটা অসম্ভব কী মনে হয়!
সমাধান আছে, এ তো ভুল নয়
নিষ্ঠার সাথে খুঁজলেই হয়
তবে সমাধান দেবে না তৃপ্তি সব সময়।
সুবীর সেনগুপ্ত