//সমান সুযোগ হোক শিক্ষার//

লেখা ও পড়ার ধারেও যায়নি
আসলে করার সুযোগ পায়নি
শুনতে শিখেছে চলতে চলতে পথেই...
অভিজ্ঞতায় হয়ে সে জব্দ
শিখেও নিয়েছে দু-চার শব্দ
অশিক্ষিতের শিক্ষা এমন ভাবেই।

লিখি আর পড়ি, তাই শিখে যাই
কেউ না শেখালে, সুযোগ হারাই
সকলে পায় না এই সুযোগের অবকাশ...
যাঁরা বঞ্চিত, প্রতিবাদ নেই
কারণ, তাঁদের অধিকার নেই
দেখে শুনে শেখা তাঁদের গোলাপ পলাশ।

পুঁথির পাতায় যায়নি, তা জানি
কখনো একটি কলম ধরেনি
এ সব জিনিস জাগিয়ে তোলেনি ভাবনা...
অশিক্ষিতের তকমা নিয়েই
তাঁদের জীবন অসার নায়েই
শিক্ষাদীক্ষাহীন হয়ে থাকা বেদনা।

সমাজে সমতা থাকলেই, তবে
সবার সুযোগ এক হয়ে যাবে
শিক্ষিত হয়ে সকলেই পাবে সন্মান...
গণপ্রতিনিধি এ কাজ করবে
কেন যে করেনা, তাঁরা কী বলবে!
তাঁরা বলবে না, বিষয়ের হয় অবসান।

আছে আছে আছে দু-একটা দেশ
সেখানে শিক্ষা হয়েছে নিবেশ
পাচ্ছে সকলে সমান সমান অধিকার...
সেই সব দেশ এই ভূবনেই
তাঁদের ভাবনা ভিন্ন হবেই
এমন ভাবনা ভাবলেই হবে উপকার।

সুবীর সেনগুপ্ত