//সমাজসেবার সংজ্ঞা কোথায়!//
তুমি তো চলেছ ঠিক সেই পথে
যে পথ সুবিধাবাদীর
রাজনীতিবিদ হতে চাও নাকি!
নিশানা কি তাই স্থির!
সব্বারই প্রয়োজন এক পেশা
এ শুধু আয়েরই পথ
পেশার সংখ্যা হিসেববিহীন
পূর্ণ করছি মনোরথ।
এক সিদ্ধান্তে আসা প্রয়োজন
রোজগার পথ জানতে
পথ পছন্দ করবার পরে
সেই পথে হবে নামতে।
সব পথ ভালো বলতে গেলেই
মনে লাগে এক খটকা
কেন যে খটকা, ভাবতে গেলেই
লেগে যায় মনে ঝটকা।
পথ চেখে চেখে, পথ বাছাবাছি
করা সম্ভবই নয়
যে পথে চালনা করে নিজ মন
তার স্বাদ নিতে হয়।
শিল্পী কী হবে, নাকি অভিনেতা
হতেও পারি সাহিত্যিক
এই সব পথে আছে বেশ মিল
অন্তে যা হই, তাই ঠিক।
এক পথ ধরে, পরে তা বদল
আকছার হয়ে থাকে
যাঁরা ভাবছে না নিশ্চিত পথ
ভাবনা জড়িয়ে টাকাকে।
যাঁদের ভাবনা সমাজসেবায়
তাঁরা এই পথে যাবে
যথাযথ এক সংজ্ঞা কোথায়!
তাই এই পথ হারাবে।
সমাজের সেবা করে বিখ্যাত
ইতিহাসে বহু নাম
খুব অনেক নয়, আছে কিছুজন
তাঁদের জানাই প্রণাম।
জীবন করতে হবে উৎসর্গ
সমাজসেবার জন্য
রাজনীতি করে তা কী হয় নাকি!
হয়না, তা তো প্রমাণ্য।
দুই-একজন রাজনীতিবিদ
উল্লেখ করা যায়
যাঁদের কর্মে ছিল না স্বার্থ
ধ্যান ছিলই সেবায়।
রাজনীতিবিদ সুবিধার খোঁজে
এই ধারণাই সব্বার
আজকের যুগে এ তো ভুল নয়
পাল্টাবে ধারণার ধার!
তুমি হতে চাও রাজনীতিবিদ
জানাবই সাধুবাদ
আশাও রাখব তোমার সেবার
জনগণ পাবে স্বাদ।
সুবীর সেনগুপ্ত