//সমাজ চায় না অসাধুচরণ//

গুনে গুনে কেউ দেয় নাকি গালি!
যদি দেয়, তাকে বলব কি দাতা!
কিছু যে দিচ্ছে, এ তো নয় ভুল
কেন সে পাবে না এর মান্যতা!

কেউ দেয় গালি, কেউ ছোঁড়ে কালি
এই সব কাজ করে কি কারণে!
ভাবি কি নিজেকে, সে মহাপুরুষ
অসীম শক্তি পেয়েছে মননে!

কেউ সাধারণ কেউ অসাধারণ
এই পার্থক্য নয়তো শরীরে
অসাধারণ তো কর্মের ফলে
জিতেও নিয়েছে মন ব্যবহারে।

আয় যার বেশি, সে তাকে খুশীতে
কেন দিতে যাবে সে যে গালাগালি!
যে মন ক্ষুণ্ন, থাকে চাপে পড়ে
সান্তনা পেতে সে কি দেয় গালি!

কুবচন, সাথে অসদাচরণ
প্রত্যাখ্যান করারই মতন
কারণ, এ তো অন্যায় সম
তার তো প্রাপ্য কিছু দণ্ডন।

অপূণ্য কাজ বা অপরাধ
ধরে নিতে হবে সব দোষ-ত্রুটি
এই সব কেন মনে পায় স্থান!
কেন হয় কারো মজবুত খুঁটি!

কেউ ঠকিয়েছে, সেটা তার দোষ
আমি ঠকে গেছি, আমার ভুলেই
আমার ভুল কি সাজার যোগ্য!
এমন বিচার মূর্খেরই মই।

যাঁর কাছে নেই অনেক বুদ্ধি
সে কি পাপী বলে চিহ্নিত হয়!
হয় না যখন, কেন যে ঠকানো!
আমার চেতনা বিস্মিত হয়।

খুব কম এক সময়ের মাঝে
প্রতিটি জীবন চলছে গড়িয়ে
নিয়মবিরুদ্ধ কাজ করে করে
শান্তি তো দূরে যাবেই হারিয়ে।

সুবীর সেনগুপ্ত