//সমাধান কে না চায়//
সমাধান সম্ভব
তাইতো উঠছে রব
সমাধান এখনো তো লুকিয়ে
সম্ভব তাও কেন আসছে না বেরিয়ে!
সমাধানে অনুমান
কি করে আসবে তান
যা আসছে সামনে, তা তো শুধু কথা
ভাবছ কি সমাধান দিয়ে দেবে বিধাতা!
মনে প্রাণে সমাধান
ছুটে ছুটে হয়রান
সমস্যা থেকে যাবে জীবনে
মন তো যাবেই যাবে সমাধানে।
সমস্যা না থাকে যদি
সমাধানে নেই হৃদি
আসবেনা মনে কভু সমাধান শব্দ
সমাধান খুঁজে খুঁজে হব না তো জব্দ।
সমাধান খুঁজে পাই
অনেক বাধা সরাই
কারণ যে এ বিষয়ে জ্ঞান বিস্তর
জ্ঞান না থাকলে, সমাধান হবে পর।
কাজের মাঝে ব্যাঘাত
এসে যায় দিন রাত
ব্যাঘাত সরেও যায় অতি সহজেই
এমন ব্যঘাতগুলো নিয়ে সংশয় নেই।
ব্যাঘাত বা বাগড়া
হয়ে গেলে তাগড়া
হয়ে যাবে জ্ঞান খুব অসহায়
তখন তো অগতির গতি পরাজয়।
প্রয়াস ব্যর্থ হয়
সমাধানে পরাজয়
বহু জ্ঞানী-গুণী ছেড়ে দেয় হাল
সমস্যা পায় না খুজে মুক্ত সকাল।
থাকে যদি প্রত্যয়
কাজ ধরে শেষ হয়
মনে হয় কাজগুলো করছেই যন্ত্র
কোন কাজ ধরা হবে, নিজ নিজ মন্ত্র।
কে না চায় সমাধান!
সমাধানে বাড়ে মান
কিন্তু চাওয়াই যদি হয় শুধু চাওয়া
অনেক ক্ষেত্রে সমাধান হবে হাওয়া।
সুবীর সেনগুপ্ত