//সকলেই সম্মানের যোগ্য//
মান-সম্মান সব একরকম
কী করে যে হবে বেশী আর কম!
কার সন্মান নিয়ে আলোচনা!
যে সদয় তাঁর, নাকি নির্মম!
শত্রুর সাথে করব লড়াই
তাঁকে গালি দিয়ে কীসের বড়াই!
কথার লড়াই, তাও হতে পারে
অসম্মানের নেই কোনো ঠাঁই।
বলো তো হবে কী রাস্তার মান!
বা গাড়ীর কোনো মান-সম্মান!
দর কম বেশী হতেই তো পারে
দর নয় কোনো মান ভরা প্রাণ।
'আদায় করতে হবে সন্মান'
এরকম কথা শুনে থাকে কান
আদায় করার কোন পদ্ধতি!
সন্মান নয় টাকার সমান।
গরীবের মান ঠিক ততটাই
যতটাই আছে ধনীর ঘরেই
এ কথা বলছি, প্রশ্ন কোরোনা
এই কথা অনুভবে আসা চাই।
সন্মান নিয়ে ছিনিমিনি খেলা
যে করবে তাঁর ফুটো হবে ভেলা
সন্মান নিয়ে খেলাই না হোক
করা নয় কাউকেই অবহেলা।
ভালো লিখে কবি হয় সাম্মানিক
গবেষক সম্মানে আভূষিত
বিশেষ কাজের থেকে সন্মান
বিশেষ হয়েই হয় চিহ্নিত।
প্রায় সকলেই পেশায় যুক্ত
সেই কাজ করে যায় অবিরত
সকলে যে হয়না পারদর্শী
যাঁরা হয়, তাঁরা হয় বিখ্যাত।
সকলেই সম্মানের যোগ্য
অসম্মানের কোনো স্থান নেই
এ কথা বুঝলে সমাজ সুস্থ
কলহের স্থান হারিয়ে যাবেই।
সুবীর সেনগুপ্ত