//সকলেই চাই দিন ও রাত্রি//
কাজ সারাদিন প্রায় হয়ে যায়
সারারাত কাজ কদাচিৎ হয়
কদাচিৎ হয় বলেই হয়তো
হয়ে যায় উল্লেখ্য বিষয়।
দুটি সময়ের মাঝে কাজ ভাগ
এই ভাগ নিয়ে সকলে সজাগ
দিনের আলোয় কাজ পায় গতি
রাতের কালোতে নিশ্চলতায়।
দিন এবং রাতের তারতম্য প্রকট
আলোয় কালোয় ভরা দুটি তট
এর থেকে কিছু হবে না ভিন্ন
পোষণ করেও বিভিন্ন মত।
যেমন ঘুম নয় দিনের সঙ্গী
তেমন নয় কাজ রাতে বিহঙ্গি
ঘুমের আবেশে রাতে সুখ স্বপ্ন
দিনের আলোতে কাজ হয় সঙ্গী।
পৃথিবী প্রদক্ষিণে দিন রাত
দিন শুরু করে দেয় এক প্রভাত
এই বেলা সেই বেলা বহে যায়
সব শেষ বেলা রাত্রির সাথ।
দিন ও রাত্রি হয় না তুলনা
থাকে পাশাপাশি এ কথা ভুলোনা
হিসেবের মাঝে হয়ে আছে বাঁধা
কখনো হিসেব বদলে যাবে না।
কাজ নিয়ে যত পরিকল্পনা
করি আমরাই, এ নয় ধারণা
আলাদা আলাদা পরিকল্পনা
কাজ বেশী দিনে, কে মানবে না!
আলোর উপস্থিতিতেই দিন
অনুপস্থিতে রাত্রি আসীন
রাত্রিতে যত কৃত্রিম আলো
আলো ঝলমলে তবু নয় দিন।
চাই চাই চাই, চাই দিন রাত
দুটোতেই হয়ে যেতে পারি কাত
অখুশী ও খুশী আছে দুটোতেই
খুলতেও পারে দুটোতে বরাত।
কেবল রাত্রি ঘুমের সময়
এই কথা স্বতঃসিদ্ধ তো নয়
রাতের জোনাকি দিনে দেখা দিলে
দেখতে পাই না, কিন্তু তা রয়।
সমান সমান মর্যাদা দিয়ে
দিন রাত নিয়ে চলছি এগিয়ে
কোনোটা হবে না কখনো শত্রু
দিন এবং রাত জীবন জড়িয়ে।
সুবীর সেনগুপ্ত