//সহজাত প্রবৃত্তি থাকবেই//
এটাই কি মানুষের সহজাত প্রবৃত্তি
কিছু করে অন্যকে জানানো বা দেখানো!
মানুষ কী করে কিছু চুপিসারে নিভৃতে!
যদি করে, সে তো তার তৃপ্তির জন্য।
বাহবাতে উৎসাহ, এতো সকলের জ্ঞাত
যখনই আসুক না, হয়ে যাই সম্মত
বাহবা যে আসে না কোনো কিছু না করে!
তাই তো কর্ম থেকে হইনাও বিরত।
মানুষের ভালবাসা থাকে বাহবার প্রতি
থাকতে পারেই, কারো হয় না তো কোনো ক্ষতি
প্রশংসা শুনলেই, আলোড়নে খুশী মন
এই খুশী বাড়াবেই জীবনে চলার গতি।
খ্যাতি দেবে আনন্দ, কথাটা নতুন নয়
খ্যাতির প্রকাশ হলে, বলব কী অপচয়!
খ্যাতি নিয়ে সকলেই হয়ে যাবে সহমত
সন্মান ও সুখ্যাতি প্রেরণারই পরিচয়।
অনেক অনেক আছে সহজাত প্রবৃত্তি
আগুনে দিই না হাত, জানি হয়ে যাবে ক্ষতি
সহজাত প্রবৃত্তি জানিয়ে দেয় ক্ষুধা
এরকম বহু বহু সহজাত প্রবৃত্তি।
কাজ কেন করা হয়! প্রশ্নটা আসে মনে
কাজের গুরুত্ব কী মানুষের জীবনে!
কাজ না করলে এই জীবন অসাড় হবে
প্রত্যহ কাজ করে তন মন চনমনে।
কী কাজ, কোথায় কাজ, করব কখন!
দৈনন্দিন কাজে অনুসূচিতেই ক্ষণ
বিশেষ বিশেষ কাজ এসে যায় পথে
সেই সব কাজগুলো খুবই প্রয়োজন।
মহত কাজ করে, প্রচার কী ভুল!
ভুল হলে হোক ভুল, হারাবো না কূল
জানাবো কী জানাবো না, ইচ্ছে আমার
টিপ্পনী শুনে শুনে ছিঁড়ব না চুল।
সুবীর সেনগুপ্ত