//সহিষ্ণুতার খুব প্রয়োজন//
সহিষ্ণুতার প্রমাণ দিয়েছ
একবার নয়, অনেকবার
কথার উত্থাপন তাই করি
বচসা হয় না একবার।
আমি তো জেনেছি তুমি সহিষ্ণু
তুমি কী জেনেছ, জানি না
কথোপকথনে বুঝতে যা পারি
তা বলে গর্ব করি না।
সহ্য করার কার কী ক্ষমতা
নেই মাপবার সাধন
মূল্যায়ন হয় সব ব্যবহারে
কখন কেমন আচরণ।
কথায় কথায় হলে বিচলিত
কথা কাটাকাটি হবে
কারো সম্মতি নাও পাওয়া গেলে
সহিষ্ণুতা কী ডুববে!
কারো কথা শুনে চলতে যে পারে
সেই কী হবে সহিষ্ণু!
ভগবান রূপে মানব কী তাঁকে
বলব কী শিব বিষ্ণু!
হতেই পারে না কেউ ভগবান
সহিষ্ণু হতে পারে
মানিয়ে চলার ক্ষমতা থাকলে
বিবাদ থাকেই সুদূরে।
কলহ না করে থামলেই হবে
কেউ সহিষ্ণু সমাজে
এই কথা মেনে চলা দরকার
আর তা নিজের গরজে।
কে চায় থাকতে নিয়ে অশান্তি!
কেউ নয় কেউ নয়
সহিষ্ণুতার খুব প্রয়োজন
হলেই তো হয় জয়।
সুবীর সেনগুপ্ত