//সজ্ঞানে কথা হোক সুমধুর//
বিঁধে যাওয়া তীর যদি তুলে ফেলা যায়
মরনকে তাহলে কী দূরে ঠেলা যায়!
হয়ত তা সম্ভব , হয়ত তা নয়
তীর যে বিঁধেছে, তা কি অস্বীকার্য হয়!
যে তীর দৃশ্য নয়, বলব কী অদৃশ্য!
ভাবনা যেমনই হোক, করে নাকি নিঃস্ব!
কথা দিয়ে গড়া তীর, সে তো তীর নয়
যেন এক তলোয়ার, কেটে দেবে শির।
কথার দূর্গ গড়ে তোলা যায়, জেনেছি
কথার অস্ত্র ভেঙে দেয় মন, মেনেছি
দিন হয়ে যায় রাত, শুধু কথা দিয়ে
সংসার ভেসে যায় কথার প্রবাহে।
কথা আমাদের প্রতি পলের সঙ্গী
কথা সুমধুর আর হতে পারে রঙ্গী
কথা জটিলতা, কথা করে সমাধান
প্রত্যেক কথা পেতে পারে নাকি মান!
তুমি মুখ খুললেই, শোনার আগ্রহ
একই কথা আমি বলি, শুনছে না কেহ
তবে কী আমার অভিব্যক্তিই ভুল!
হয়ত আমার কথা হারিয়েছে মোহ!
আহারের প্রয়োজন প্রতিনিয়তই
ঘুম প্রয়োজন, তাও মানতে হবেই
আরও কিছু প্রয়োজন, যা যা শারীরিক
কথার কলি কী রোজ ফোটাতে হবেই!
কথা যত বলি, সবই তো সজ্ঞানে
অজ্ঞানে বলা কথা হয়ে যায় স্বপনে
স্বপনের কথাগুলো স্বপনে হারায়
জাগ্রত কথাগুলো দেয় শুধু মানে।
কথা যদি তীর হয়, ধনুষ কী মুখ!
এরকম তুলনাতে নেই ভুল-চুক
ছুটে যাওয়া তীর কভু যায়না ফেরানো
সেরকমই বলা কথা বিঁধে দেবে বুক।
কথা দিয়ে গড়া অনেক তীর মধুর
সেই তীর বিঁধে দিক মানুষের বুক
জনতা তাই তো চায় সকল সময়
তাই হলে, করবে না মন ধুকপুক।
সুবীর সেনগুপ্ত