//সবই প্রয়োজন কিংবা তা নয়//
কী যে প্রয়োজন আছে জানবার!
নানা রঙ নিয়ে মাটির বাহার।
প্রয়োজন আছে, তাই তো জানছি
আনাজ শস্য ফলিয়ে চলেছি।
কী যে দরকার কারণ জানার!
পৃথিবী কেন যে ঘোরে বারবার!
দরকার আছে বলেই তো জানা
এই জ্ঞানে দিবা নিশির ঠিকানা।
কী যে বিশ্বাস মনের ভিতরে!
জানলে কী এই জীবন আদরে!
বিশ্বাস শুধু একটা তো নয়
বহু বিশ্বাসে কাটে কিছু ভয়।
কী যে আমদানি থাকে মন জুড়ে!
বহু আয় করে খুশী কেন দূরে!
অনেক আয়েই জীবনে বিলাস
বিলাসে কী থাকে স্বস্তির শ্বাস!
কী যে ভাবনাতে মন চঞ্চল!
চঞ্চল মন কেবলই তরল
তরল হলেই কোনো স্থিতি নেই
স্থিতিহীন মন সমস্যাতেই।
কী যে রঙ এই মন জুড়ে আছে!
বিশেষ রঙ কী সব মনে নাচে!
থাকলেও মনে রঙের বাহার
জীবনে থামে না কষ্ট প্রহার।
কী যে লেখালেখি শখ নিয়ে থাকা!
নিজস্ব শখ, নেই কোনো শাখা
নিজেই নিজের শখে ডুব দিয়ে
নিজ আনন্দ যায় না পালিয়ে।
কী যে সংসার দুঃখকে নিয়ে!
তাও সংসার আছেই জড়িয়ে
সংসার আছে বলেই সমাজ
এই সমাজেই মানুষের সাজ।
কী যে মানে হবে এই জীবনের!
জীবন শুধু কী একটা জীবের!
জীব মানে প্রাণ, মান সন্মান
মন সন্মান হবে না তো দান।
কী যে মৃত্যু এবং জন্ম
জন্ম বলেই রয়েছে কর্ম
এগিয়ে ফুরোবে কর্ম ক্ষমতা
তখনই খুলবে মৃত্যুর খাতা।
সুবীর সেনগুপ্ত